স্টাফ রিপোর্টার:
জাতীয় শহিদ সেনা দিবসে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বিডিআরের ৫৭ জন চৌকশ সেনা কর্মকর্তার স্মরণে আজ ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি। এছাড়াও নিহত সেনাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং দেশব্যাপী দোয়া ও আলোচনা সভার আয়োজন করবে দলটি।
সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তৎকালীন শেখ হাসিনার সরকার ও আন্তর্জাতিক চক্রান্তে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জন চৌকশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিডিআরের ঘটনায় গঠিত সেনা তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, ওই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে তৎকালীন যারা ক্ষমতাসীন এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা সম্পৃক্ত থাকতে পারে, এ কারণে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে, জনগণের কাছে প্রকৃত অবস্থা জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, আমিরুল ইসলাম খান আলিম, হেলেন জেরিন খান, মুনির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩