সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরুর চালান জব্দ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ ফেব্রু ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ণ


সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরুর চালান জব্দ

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাইপথে আসা ভারতীয় গরুর চালান জব্দ করেছে বিজিবি। বুধবার(১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোকামছড়া সীমান্ত এলাকা থেকে চোরাইপথে আনা মালিকবিহীন ভারতীয় ৭টি গরু আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ পেকপাড়া বিওপি’র টহলদল। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবির প্রেস ব্রিফিংয়ে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলাধীন পেকপাড়া বিওপি’র টহলদল স্থানীয় মোকামছড়া সীমান্ত এলাকায় ৭টি ভারতীয় গরু আটকের পর জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার