সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিড হান্ট এর অভিযানে যুব লীগ নেতাকে গ্রেফতারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাংচুরের ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত থেকে মধ্যনগর বাজার এলাকায় সভাসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিড হান্ট এর অভিযানে মধ্যনগর উপজেলার বংশিকুন্ড দক্ষিন ইউনিয়নে ৯ নং ওয়ার্ড যুব লীগের সহ সভাপতি নিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শহীদ মিয়ার দাবি গ্রেফতারকৃত মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও অফিস ভাংচুরের ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় বাজার ও আশপাশের এলাকায় সভাসমাবেশ মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
মধ্যগনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সজিব রহমান বলেন, যুব লীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি অফিস ভাংচুর করে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বাজারে পুলিশ মোতায়ন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩