সুনামগঞ্জে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১২ জুন ২০২৫, ০৫:১১ অপরাহ্ণ


সুনামগঞ্জে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুরে জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির বনরুই। পরে প্রাণীটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধায় টাঙ্গুয়ার হাওরে বনরুইটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, টাঙ্গুয়ার হাওরে মাছ ধরতে যান তাহিরপুরের কলাগাঁও এর এক জেলে। তার জালে ধরা পড়ে বিপন্ন প্রজাতির একটি বনরুই। তিনি বনরুইকে বিরল প্রজাতির কোন মাছ ভেবে স্থানয়ি কলাগাঁও বাজারে নিয়ে যান। সেখানে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। কেউ কেউ প্রাণীটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম কলাগাঁও বাজারে গিয়ে জেলের কাছ থেকে বনরুইটি উদ্ধার করেন। পরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার