হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। র্যাব—৯ সিপিসি—৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ ওই ৩ মাদক কারবারিকে আটক করে। রোববার দুপুরে র্যাব—৯ এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হল— মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর পুত্র সিফাত আলী (৪২), একই উপজেলার সুলতানপুর গ্রামের মিয়াব আলীর পুত্র আনোয়ার মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৫)।
র্যাব জানায়— আটককৃত ৩ মাদক কারবারি দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তারা সীমান্ত দিয়ে মাদক এনে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করত। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৫৯ কেজি গাজাসহ হাতেনাতে আটক করেছে। আটকের পর তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩