সিলেট সফর করলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক
০৪ ফেব্রু ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার সিলেট সফর করেছেন। গতকাল শুক্রবার তাঁর এই সফর অনুষ্ঠিত হয়।
সফরে গতকাল সকাল ১০টায় তিনি ‘অফিস ব্যবস্থাপনা, ডি-নথি এবং শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালা শেষে বিকাল ৪টায় তিনি মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি ৪০তম বিসিএস-এ নবযোদানকৃত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন, পরিচালক এলটিআই ড. এবিএম সাইফুজ্জামান, সিলেট বিভাগের ৪ জেলার ডিএলও, ভিও, ডিটিও এবং উপ-পরিচালক দুগ্ধ খামার, পোল্ট্রি খামার ও কৃত্রিম প্রজনন , পিএসও-এফডিআইএল সহ মাঠপর্যায়ে কর্মরত ইউএলও, ভিএস, এসও,এপিও গণ।
ড. জুনায়েদ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মহাপরিচালক এমদাদুল হক তালুকদার মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। দেশের একজন সেবক হিসেবে নিজ দায়িত্ব সুচারুভাবে পালন করতে বলেন। করোনাকালীন সময়ে নিরলসভাবে প্রথম সারির সম্মুখযোদ্ধা হিসেবে প্রাণিজ প্রোটিনের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালন করার জন্য কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার