সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সালমান খান কারাগারে

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৩ সেপ্টে ২০২৫, ০৪:৩০ অপরাহ্ণ


সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সালমান খান কারাগারে

স্টাফ রিপোর্টার:
সিলেটে গ্রেপ্তারকৃত মহানগর ছাত্রলীগের সদস্য সালমান খান রাজিককে কারাগারে পাঠানো হয়েছে। তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কতোয়ালী মডেল থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য।

তিনি কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার (নং ২/৩/৪/২৫) একটি মামলার আসামী। সালমান খান রাজিক (১৯) সিলেট মহানগরীর জালালাবাদ থানার পাঠানটুলা আমীর খান রোডের ১৫৪নং বাসার মো. রিয়াজ খান ও সালমা আক্তারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার