সিলেট বিভাগের ১৯ আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৪ জানু ২০২৬, ০১:০৫ অপরাহ্ণ


সিলেট বিভাগের ১৯ আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি

সিলেট অফিস:
আসন্ন সংসদ নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোট টানতে মরিয়া। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে প্রায় আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রতিশ্রুতির ঢালিও খুলে দিচ্ছেন। এবার মূল নির্বাচনি লড়াই হবে বিএনপি-জামায়াতের প্রার্থীদের মধ্যে। অনেক জায়গায় বিএনপির বাধা বিদ্রোহী প্রার্থী। এদিকে ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে। মর্যাদার আসন সিলেট-১ আসন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বিএনপি। সেইসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা চষে বেড়াচ্ছেন।
বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আলিয়া মাদ্রাসা মাঠে দলের চেয়ারম্যানের বক্তব্যের নানা আলোচনা-সমালোচনা চলছে।  অন্যদিকে দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগের পাঁচ বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেন।
সিলেটের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন।  আলীয়া মাদ্রাসা মাঠে জনসভা শেষে প্রার্থীরা ও তাদের সমর্থকরা বিপুল উত্সাহ নিয়ে যার যার এলাকায় ফিরে গিয়ে প্রাচারণায় ব্যস্ত। সিলেটের ছয়টি আসনে এবার বিএনপির প্রধান সমন্বয়ক হিসেবে দলের হাইকমান্ড দায়িত্ব দিয়েছে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। তিনি ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন।
এবার সিলেট-১ আসনে আট জন, সিলেট-২ আসনে পাঁচ জন, সিলেট-৩ আসনে ছয় জন, সিলেট-৪ আসনে পাঁচ জন, সিলেট-৫ আসনে চার জন ও সিলেট-৬ আসনে পাঁচ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। এদিকে সিলেট বিভাগের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদি লুনা।
একটি সর্বাঙ্গীন উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য— খন্দকার মুক্তাদির
শাহজালাল উপশহর থেকে নির্বাচনি প্রচারণা শুরু ধানের শীষকে বিজয় করার মধ্য দিয়ে দেশে একটি কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিলেট-১  আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল শুক্রবার নগরীর শাহজালাল উপশহরে বায়তুন নাজাত জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, একটি সর্বাঙ্গীন উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। নগরীর জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে চাই।  তিনি  বলেন, সারা দেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় অধীর আগ্রহ অপেক্ষা করছেন।
কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুণ— মাওলানা হাবীবুর রহমান
এই আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান নগরীর সোবহানীঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায়  তার নির্বাচনি প্রধান কার্যালয় উদ্ভোধনকালে বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনে ১০ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন। তিনি বলেন, এ দেশে বসবাসরত আমরা ঐক্যবদ্ধ হয়েছি চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও লুটতরাজ থেকে দেশকে বাঁচাতে। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে।  দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন সম্ভব হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার