সিলেট বিভাগের কোন জেলায় জমা পড়েছে কতটি অস্ত্র

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৯ সেপ্টে ২০২৪, ০৪:১৫ অপরাহ্ণ


সিলেট বিভাগের কোন জেলায় জমা পড়েছে কতটি অস্ত্র

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলায় রাজনৈতিক ব্যক্তিরা, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের কাছে জমাযোগ্য লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের পরিমাণ ৫৪৩টি। আর বিভাগের চার জেলায় জমাযোগ্য লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের পরিমাণ মোট ১২৯৭টি। এর মধ্যে জমা পড়েছে ১১৫০টি। সে হিসেবে বিভাগে জমা পড়েনি ১৪৭টি অস্ত্র। শুধু হবিগঞ্জেই জমা পড়েনি ৮৮টি অস্ত্র। আর সিলেটে জমা পড়েনি ৫৯টি আগ্নেয়াস্ত্র।

সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে, শুধু সিলেট মহানগর জমা হয়নি ৪১ টি অস্ত্র। কোম্পানীগঞ্জ উপজেলায় ১ টি ও গোলাপগঞ্জ উপজেলায় ৩টি অস্ত্র জমা পড়েনি। এছাড়া এপিবিএন এর কিছু পিস্তল, রিভলবার রয়েছে সেগুলো জমা হয়নি। যার সংখ্যা ১৪ টি।

হবিগঞ্জ জেলায় জমাযোগ্য লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের পরিমাণ ৩৪৪ টি। এর মধ্যে জমা পড়েছে ২৫৬ টি। এ জেলায় জমা পড়েনি ৮৮টি অস্ত্র।

এছাড়া সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় জমাযোগ্য লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের পরিমাণ ১৭১ ও ২৩৯টি। তথ্য মতে এই দুই জেলায় লাইসেন্সধারী সবগুলো আগ্নেয়াস্ত্র জমা পড়েছে।

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার বলেন- জমা না দেওয়া অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হবে। সিলেট মহানগরে যেহেতু জমা না দেওয়া আগ্নেয়াস্ত্রের পরিমাণ বেশি, অস্ত্র উদ্ধারে সিলেট মহানগর পুলিশ অভিযান পরিচালনা করবে। প্রশাসন থেকে তাদের সকল সহযোগিতা দেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 991 বার