সিলেট-ঢাকা মহাসড়কে ৩ গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
১১ ডিসে ২০২৪, ০৫:১৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
মাইক্রোবাসযোগে ঢাকা থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের আমতলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৪ জন মারা গেছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জন হলেন- মো. রিয়াদ আহমদ, ফজিলতুন খাতুন ও শিশু রাইছা এবং মাইক্রোবাস চালক।
এর মধ্যে দুজন ঘটনাস্থলেই এবং দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।
নিহতদের মাঝে ৩ জন পবিত্র ওমরাহ করে বাড়ি ফিরছিলেন। আর অপরজন মাইক্রোবাসচালক। তাদের মাঝে ২ জন শিশু।
এ দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত। তাদের মাঝে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। আর আহত অপর তিনজন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার