সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১২ জুন ২০২৫, ০১:০১ অপরাহ্ণ


সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। এর মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু রয়েছে। পুশইনকৃত ৭০ জনের মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম ও ২৭ জন লালমনিরহাটের।

বিজিবি জানায়, বুধবার রাতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি দিয়ে ১৭ জন, মিনাটিলা দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। এছাড়া সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে পুশইন করা হয় ১৭ জনকে। বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর তাদেরকে আটক করে বিজিবি।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার