সিলেট অঞ্চল থেকে নির্বাচন সংক্রান্ত অ*ভি*যোগ দিবেন যেভাবে
০৬ জানু ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে সিলেট অঞ্চলের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সিলেট অঞ্চলের নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদকে। সিলেট অঞ্চলের যেকোনো নাগরিক মিসবাহ উদ্দীনের মোবাইল ০১৭১৭২৪৪০৭৮ নম্বরে এবং sylhet.region.complain@ecs.gov.bd, centralcord.complain@ecs.gov.bd ও mscentralcord.complain@ecs.gov.bd ই মেইলে অভিযোগ জানাতে পারবেন।
নির্বাচন–সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ দিয়ে আগামী নির্বাচনকে সফল করতে ভূমিকার রাখার আহŸান জানানো হয়েছে সিলেটের সর্বস্থরের নাগরিকদের প্রতি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার