সিলেটে ৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ আগ ২০২৩, ০৯:১৩ অপরাহ্ণ


সিলেটে ৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্ক

নিউজ ডেস্ক:
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষনিক সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

এশার নামাজের সময় এ ভূমিকম্প অনুভূত হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় আতঙ্কে বিভিন্ন বহুতল ভবন থেকে বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

গুগল হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলে সিলেটের কানাইঘাট এলাকার আশপাশে। উৎপত্তিস্থলে ভূমিকম্প ছিল পাঁচ মাত্রার।

সর্বশেষ গেল জুন মাসের ১৬ তারিখ সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্প ছিল ৪.৫ মাত্রার।

বাংলাদেশের সিলেট অঞ্চলকে এমনিতেই ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেন বিজ্ঞানিরা। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। সুনামগঞ্জ, জাফলং অংশে ডাউকি ফল্টের পূর্বপ্রান্তেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন।

এসব ফল্টে ভূমিকম্প হলে ঢাকাসহ সারা বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বা বিপদের মাত্রা অনেক বেশি বলে তিনি আশঙ্কা করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 984 বার