সিলেটে ৫ ঘণ্টার জন্য যেসব এলাকায় পুলিশের নিষেধাজ্ঞা
৩০ জানু ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটে কঠোর নিরাপত্তায় চলছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে পরীক্ষা কেন্দ্রসহ আশপাশের এলাকার জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে পুলিশ জানায়।
পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে, মুরারিচাঁদ (এমসি) কলেজ, টিলাগড়, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান, সিলেট সরকারি মহিলা কলেজ চৌহাট্টা, আলিয়া মাদরাসা চৌহাট্টা, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ আম্বরখানা, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মীরাবাজার।সিলেট মহানগরী এলাকায় নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২শত গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক, ছোরা বা লঅঠি বহন করা যাবেনা। একই সাথে বিস্ফোরক দ্রব্য, ট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে পরীক্ষা কেন্দ্রগুলোকে পরীক্ষা চলাকালিন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার