Social Bar
স্টাফ রিপোর্টার:
দুই চোরাকারবারিকে গ্রেপ্তার ও ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনিসহ একটি ট্রাক ও দুই চোরকারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) টিলাগড় পয়েন্টে এক অভিযানে এসব চোরাই মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম ।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার কেশবপুরের মৃত সামাদ সরদারের ছেলে মাহবুবুর রহমান (৩২) ও একই জেলার কোতোয়ালী থানার অন্তর্গত খুড়কির বাবু ডালির ছেলে ইব্রাহিম হোসনে (২৫)।
এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকালে আসামীদের থেকে ২৮৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়; যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা, একইসঙ্গে ভারতীয় চিনি পরিবহনের কাজে ব্যবহৃত নীল-হলুদ রং মিশ্রিত ট্রাক গাড়ি জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ থানায় মামলা হলে আদালত তাদেরকে ওইদিনই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান এসএমপি মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩