সিলেটে ১৪ ট্রাক চিনি জব্দের ঘটনায় আরেকজন গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ জুলা ২০২৪, ০১:০৫ অপরাহ্ণ


সিলেটে ১৪ ট্রাক চিনি জব্দের ঘটনায় আরেকজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
সিলেট জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও থেকে ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দের ঘটনায় আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

তার নাম ছদরুল আমিন আকাশ (২৮)। তিনি এয়ারপোর্ট থানার উমদারপাড়া গ্রামের আরফান আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।

পরে শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আকাশ। এছাড়া তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ। পাশাপাশি জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার