স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলীকে প্রধান আসামি করে ৭৫ জনের নামে মামলা হয়েছে। এসপি বাদেও মামলায় আসামি করা হয়েছে আরও ১৮ পুলিশ সদস্যকেও। হবিগঞ্জ সদর মডেল থানায় সোমবার মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. আলমগীর কবীর।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হলেই পুলিশ মারমুখী হয়ে উঠে। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এ সময় তারা গুলিবর্ষণ করতে থাকলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
একপর্যায়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাড়িতে আক্রমণ চালায়। তারা বাড়িটির একটি কক্ষের জানালা ভেঙে সেখানে অবস্থানরত পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়ালকে গুলি করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এবং পরে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি করেছেন।
এস এম আওয়াল গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির কর্মসূচিতে হঠাৎ পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আক্রমণ করলে আমি জি কে গউছের বাসায় আশ্রয় নেই। ওই সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা জানালা ভেঙে আমার ওপর গুলি ছুঁড়ে। আমার দুই চোখে গুলি লাগে। এখনো আমার শরীরের বিভিন্ন অংশে তিনশ এর ওপরে গুলি রয়ে গেছে। আমার ডান চোখ নষ্ট হয়ে গেছে। ’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩