সিলেটে শতবর্ষী বটগাছের নিচে মিললো গুলিসহ পিস্তল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ জানু ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ


সিলেটে শতবর্ষী বটগাছের নিচে মিললো গুলিসহ পিস্তল

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের একটি শতবর্ষী বটগাছের নিচে মিলেছে গুলিসহ বাটযুক্ত পিস্তল।সোমবার (২৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার বনকলাপাড়া আবাসিক এলাকার পেছনে তারাপুর চা বাগানের পাশের একটি শতবর্ষী বটগাছের নিচ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বাটযুক্ত পিস্তল পত্যিক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার