সিলেটে লিপি-হাসিনা কারাগারে
০৬ জানু ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটে লিপি ও হাসিনাকে বিশেষ ক্ষমতা আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাদেরকে কারাগারে পাঠায়।
এরআগে রবিবার (৪ জানুয়ারি) রাতে পুলিশ দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে ভারতীয় পণ্যসহ তাদেরকে গ্রেফতার করে। জব্দকৃত ভারতীয় পণ্য ৪৮ হাজার ৩৭৫ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, ভারতীয় পণ্যসহ ২জন নারীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর জেলার বেনাপোল থানার ভবেরবের এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী লিপি খাতুন (৪০) ও যশোর জেলার কোতোয়ালি থানার রায়নগর এলাকার রুবেল হাওলাদারের স্ত্রী হাসিনা খাতুন (২৪)।
জব্দকৃত মালামালের মাঝে কিটকেট চকলেট, পন্ডস ক্রিম রয়েছে বলে পুলিশ জানায়।
এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার