সিলেটে র্যাব-পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৭
১২ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:
সিলেটে র্যাব ও পুলিশ সদস্যরা ৭ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ধর্ষণকাণ্ডে ২ জন, খুন ও ডাকাতির ঘটনায় ২ জন, ভারতীয় মেহেদীসহ ২ জন এবং এক ছাত্রলীগ নেতা রয়েছেন।
সিলেটে দিনদুপুরে এক নারীকে রাবার বাগানের টিলায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে অসুস্থ হয়ে যাওয়া ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার ৩ নং খাদিম নগর ইউপি, ৯ নং ওয়ার্ড এলাকাধীন ছড়ারগাংস্থ রাবার বাগানে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া এবং একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। দুপুরে তাকে ছড়ারগাং এলাকার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় বাগানে কাজ করতে আসা শ্রমিকরা ভিকটিমকে দেখতে পান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন ধর্ষণের সাথে জড়িত থাকার কথা শিকার করেছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।
এদিকে, সিলেটের হবিগঞ্জে ডাকাতি ও খুনের মামলায় ২ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার মালিহাতা গ্রামের আব্দুল খালেকের ছেলে অলফত আলী এবং ফেনীর সদর থানার গাছগাছিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে খোরশেদ আলম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৭, সিপিসি-১ এর যৌথ অভিযানে গত সোমবার (১০ মার্চ) রাতে ফেনী জেলার সদর থানাধীন চারিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় খুনসহ ডাকাতি মামলা রয়েছে। এইসময় তাদের সাথে থাকা ১টি ট্রাক, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি হাসুয়া ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
অপরদিকে, ভারতীয় মেহেদীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার সমসু মিয়ার ছেলে মো. তাজির আলী এবং কাকুয়ারপাড় এলাকার আক্তার হোসেনের ছেলে মো. সামাদ হোসেন।
জানা যায়, সোমবার রাতে এয়ারপোর্ট কাকুয়ারপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় আমীর হোসেনের ভাড়াটিয়া তাজির আলীর বসত ঘর থেকে ১ হাজার ৪শ ৪০ পিস ভারতীয় তৈরী কাভেরী মেহেদী উদ্ধার করে। উদ্ধার হওয়া মেহেদীর আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬শ টাকা বলে জানায় পুলিশ।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাছাড়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস করতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী। আটক ছাত্রলীগ কর্মী নুর মো. বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার (১১মার্চ) দুপুর ২টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন বায়েজিদ। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ান। এতে ছাত্রলীগের তোপের মুখে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার