স্টাফ রিপোর্টার:
সিলেটে রেলের টয়লেটের ভেতর থেকে ভারতীয় বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার জৈনপুর শিববাড়ি এলাকায় রেলওয়ের পুরাতন টয়লেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ভারতীয় ৬টি পাওয়ার জেল ও ৫টি নন ইলেকট্রিক ডেটোনেটর। পরে জিডিমুলে বিস্ফোরকগুলো দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসীরা বিস্ফোরকগুলো রেখেছিল। এর সাথে জড়িতদের চিহ্নিত করতে র্যাব কাজ করছে।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে গতকাল পর্যন্ত র্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বিস্ফোরকের মধ্যে রয়েছে- ৩৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেণেড, ৫টি পেট্রোলবোমা ও বিপুল পরিমাণ গুলিসহ ৭৫টি এয়ারগান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩