সিলেটে রাতের আঁধারে পুলিশের অভিযান : গ্রেফতার ২

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৪ জুন ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ


সিলেটে রাতের আঁধারে পুলিশের অভিযান : গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:
সিলেটের বড়শালা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশী মদ। গ্রেফতারকৃতরা হলো, বিমানবন্দর থানার সাহেবের বাজারের কালাগুল এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং একই গ্রামের মো. রজব আলীর ছেলে মো. আইয়ুব আলী।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে বড়শালা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১২ বোতল বিদেশী মদসহ তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা ও আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.3K বার