সিলেটে রাজত্ব কা*লো*বা*জারীদের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ ডিসে ২০২৫, ০৯:২৬ অপরাহ্ণ


সিলেটে রাজত্ব কা*লো*বা*জারীদের

স্টাফ রিপোর্টার:

সিলেট থেকেই পর্দ উঠলো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএলর। প্রথম দিনেই খেলা ছিল সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্সের। এই ম্যাচের টিকিট কালোবাজীর অভিযোগ তুলেছেন অনেক প্রত্যক্ষদর্শী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল তিনটায় ম্যাচটি শুরু হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তবে ম্যাচ শুরুর অনেক আগে থেকেই কালোবাজরীদের হাতে টিকিট দেখা যায়। তারা দু’শো টাকা দামের টিকিট পাঁচ থেকে  ছয়শো টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

 

এ ব্যাপারে মোট ৬ জনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও এয়ারপোর্ট থানার ওসি জানিয়েছেন, কেবল টিকিট কালোবাজারীর অভিযোগে সবাইকে আটক করা হয়নি। কয়েকজনকে আটক করা হয়েছে নিয়ম অমান্য করে প্লেয়ার্স লাউঞ্জের ওদিকে যাওযার কারণে। তারা সবাই পুলিশ হেফাজতে রয়েছেন।

একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, কাউন্টিারে টিকিট না থাকলেও  কালোবাজারীদের হাতে ছিল প্রচুর টিকিট। তাদের কেউই সিলেটের স্থানীয় নয়। সিলেটের বাইরে থেকে এসে এত টিকিট কিভাবে আগে সংগ্রহ করেছেন এবং এখন এক প্রকার প্রকাশ্যেই তা বিক্রি করছেন, তা এক বড় রহস্য।

উল্লেখ্য, টিকিট কালোবাজারীর সময় স্টেডিয়ামের বাইরে থেকে ৪ এবং প্রধান ফটক থেকে ২জনকে আটক করেন স্থানীয়রা। পরে তারা তাদের সবাইকে পুলিশে সোপর্দ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার