সিলেটে যৌথবাহিনীর অভিযান, ১১ হাজার ঘনফুট পাথর জব্দ
১৭ আগ ২০২৫, ০৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে প্রায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে যৌথবাহিনী।
রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি আশিক মাহমুদ কবির। এসময় তার নেতৃত্বে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।
তিনি জানান, রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে সিলেটের সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পান যৌথ বাহিনী। এসময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। সিলেটজুড়েই আমাদের অভিযান চলমান রয়েছে।
এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার