সিলেটে যে কারনে ইয়াছিন ও ইমামকে ধরলো পুলিশ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২১ অক্টো ২০২৫, ০১:১৮ অপরাহ্ণ


সিলেটে যে কারনে ইয়াছিন ও ইমামকে ধরলো পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ২০টি অবৈধ ভারতীয় কম্বলসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, গোয়াইনঘাটের মোনাটিলা গ্রামের গোলাম রহমানের ছেলে মো. ইয়াছিন (৩৬) এবং নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের তাজু উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (১৮)।

পুলিশ জানায়, সোমবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শলা বাইপাস পয়েন্ট সংলগ্ন ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের গেইটের সামনে চেকপোস্ট স্থাপনকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী হিমাদ্রী গেইট লক সার্ভিস বাস তল্লাশি করে পুলিশ দুই যাত্রীকে আটক করে তাদের হেফাজত থেকে ২০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার