Social Bar
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে সাতজন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের বাহুবল থানার সুলতানশী গ্রামের জুহুর আলীর ছেলে মোঃ জালাল মিয়া (৩৬), নেত্রকোনা জেলার নেত্রকোণা থানার শ্রীধরপুর গ্রামের হরুছন মিয়ার ছেলে এবং বর্তমানে বাদাম বাগিচা এলাকায় বসবাসরত রনজু মিয়া (৪৫), চৌকিদিঘি এলাকার সিলসিলা গলির রফিক মিয়ার ছেলে সেকন মিয়া (৪০), সুনামগঞ্জের দিরাই থানার ঢুলহব থানার আলকাছ মিয়ার ছেলে এবং বর্তমানে বাদাম বাগিচা এলাকায় বসবাসরত মো. ফজলু মিয়া (৫৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আমরাইল চা বাগান এলাকার হেমন্ত দাসের ছেলে হিরন দাস (২১), একই এলাকার সুরেশের পুত্রর রিপন (২১) এবং সিলেটের বিমানবন্দর থানার দলদদি চা বাগান এলাকার হরেন দাসের ছেলে সিপন দাস (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩