স্টাফ রিপোর্টার:
সিলেটে একাধিক মামলার আসামী মাদকসম্রাট সেলিম মিয়া ওরফে ‘কলা মস্তানকে’ গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম মিয়া ফেঞ্চুগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের হোসন মিয়ার পুত্র।
জানা যায়, একটি মাদকমামলায় ৩৬ দিন জেলে থাকার পর গত ১০ দিন আগে জামিনে বের হয় সেলিম। পরবর্তীতে আবারও মাদক ব্যবসা শুরু করলে শুক্রবার রাতে মাদকসহ পুররায় তাকে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে প্রায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত সেলিম মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানা গেছে।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩