সিলেটে যে কারণে সেলিমকে ধরলো পুলিশ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৮ অক্টো ২০২৫, ০২:২৯ অপরাহ্ণ


সিলেটে যে কারণে সেলিমকে ধরলো পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেটে একাধিক মামলার আসামী মাদকসম্রাট সেলিম মিয়া ওরফে ‘কলা মস্তানকে’ গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম মিয়া ফেঞ্চুগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের হোসন মিয়ার পুত্র।

জানা যায়, একটি মাদকমামলায় ৩৬ দিন জেলে থাকার পর গত ১০ দিন আগে জামিনে বের হয় সেলিম। পরবর্তীতে আবারও মাদক ব্যবসা শুরু করলে শুক্রবার রাতে মাদকসহ পুররায় তাকে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে প্রায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত সেলিম মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানা গেছে।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার