সিলেটে যে কারণে রহমত আলীকে ধরলো পুলিশ

Daily Ajker Sylhet

admin

১১ অক্টো ২০২৫, ০১:৪৪ অপরাহ্ণ


সিলেটে যে কারণে রহমত আলীকে ধরলো পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম পড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলীর ছেলে রহমত আলী (৫০)।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় উপজেলার পড়ুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক রহমত আলীর নামে এর আগে মোট ১৭টি বিভিন্ন মামলার রেকর্ড রয়েছে।

এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার