প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
সিলেটে যাত্রীবাহী বাস থেকে তিনজনকে ধরলো পুলিশ
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশ (এসএমপির) পৃথক অভিযানে প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল উদ্ধার এবং তিনজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।
সোমবার (১২ জানুয়ারি) রাতে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশ রাত পৌণে ৮টার দিকে পিরোজপুর এলাকার দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাস গাড়িতে প্রথম অভিযান পরিচালনা করে। এ সময় ‘AFRIN’ পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। এসময় দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নরসিংদী জেলার সদর থানার দক্ষিণ সিলমান্দি এলাকার মৃত মাঈন উদ্দিনের ছেলে শাহিন মিয়া (৩১) ও একই জেলা ও থানার ভাটপাড়া, দিঘীরপাড় এলাকার হারুন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৯)। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা নং-১৩, তারিখ-১৩/০১/২০২৬ খ্রি. রুজু করা হয়। মামলাটি The Special Powers Act, 1974 এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দায়ের করা হয়েছে।পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একই স্থানে পুনরায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাস গাড়িতে তল্লাশি চালিয়ে পরিচালনা করা হয়। এ সময় ‘ROYAL Business Class’ নামক আরেকটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৭৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। এসময় নূর আলম (৪০) নামের একজনকে আটক করা হয়। তিনি নরসিংদী জেলার সদর থানার দক্ষিণ সিলমান্দি এলাকার মৃত মো. মুস্তফার ছেলে। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৪,তারিখ-১৩/০১/২০২৬খ্রিঃ,ধারা- The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু হয়।সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত কম্বলগুলো অবৈধভাবে ভারত থেকে পাচার করা হয়েছিল। উদ্ধারকৃত মালামালসহ AFRIN পরিবহন ও ROYAL Business Class যাত্রীবাহী বাস ২টি জব্দ করা হয়। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩