স্টাফ রিপোর্টার:
সিলেটে আরও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে দু’জন বিএনপি মনোনীত ও অপর দু’জন জাতীয় পার্টি এবং গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী। আর বাতিল হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন।
রবিবার (৪ জানুয়ারি) সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই ৪ জনের বৈধতা ও একজনের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
শনিবার (৩ জানুয়ারি) সিলেটের ৬টি আসনের ৫জনের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছিলেন। তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছিল, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার।
সেই হিসাবে রবিবার সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ডালিম ও সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. জাহিদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আর দ্বৈত নাগরিকত্ব বিষয়ক জটিলতায় আটকে গেছেন সিলেট-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী এহতেশামুল হক। তার মনোনয়নপত্র রবিবার বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তার সামনে এখনো আপিলের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩