সিলেটে ভুয়া মামলা করে ফেঁসে গেলেন যামিনী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২০ মার্চ ২০২৫, ১২:২১ অপরাহ্ণ


সিলেটে ভুয়া মামলা করে ফেঁসে গেলেন যামিনী

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া চিকিৎসাপত্র দিয়ে মামলা করে নিজেই ফেঁসে গেছেন বাদী যামিনী সুত্রধর (৩৮)। মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালত ও পুলিশের মুল্যবান সময় নষ্ট করা এবং আসামিদের অহেতুক হয়রানি করার অভিযোগে (দন্ডবিধি ১৮৬০ এর ২১১ ধারায়) ব্যাবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন আজমিরীগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ভুঁইয়া ৷

বুধবার (১৯ মার্চ) দুপুরে মামলার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ভুঁইয়া এই আদেশ প্রদান করেন। যামিনী সুত্রধর উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত যানকি সুত্রধরের পুত্র।

পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ মার্চ মারামারির অভিযোগ এনে যামিনী সুত্রধর তারই গ্রামের শিমুল সুত্রধর, পলাশ সুত্রধর, হৃদয় সুত্রধর, সবুজ সুত্রধর, গোপাল সুত্রধর ও রমাকান্ত সুত্রধরসহ মোট ছয়জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন আদালতে মামলাটি মিথ্যা বলে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘদিন শুনানি শেষে বুধবার মামলাটি মিথ্যা প্রমানিত হয়৷ এরই প্রেক্ষিতে বাদী যামিনী সুত্রধরের বিরুদ্ধে ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে নির্দেশ প্রদান করা হয়। আজমিরীগঞ্জ চৌকি আদালতের উপ-পরিদর্শক মো.রফিকুল ইসলাম বলেন, শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীর বিরুদ্ধে ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন৷

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, আদালত থেকে নথি এখনো আমরা পাইনি। নথি পাওয়ার পরই আমরা আদালতের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার