Social Bar
স্টাফ রিপোর্টার:
র্যাব-৯, সিলেট ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি মো. সাইদুল ইসলাম (৩৪)। তিনি এসএমপি-সিলেট নগরীর কাজীটুলা এলাকার বাসিন্দা মো. আব্দুল মালেকের ছেলে।
সোমবার (১৩মার্চ) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট নগরীর কাজীটুলা এলাকায় স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রতারণার আশ্রয় নিয়ে স্বীকৃত চিকিৎসক পরিচয়ে সনদ ব্যতিত জন সাধারণকে দাঁতের চিকিৎসা সেবা দিয়ে আসছে খবর পায় র্যাব । উক্ত তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে র্যাব-৯, সিলেট এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারেরমালিক পরিচয় প্রদানকারী ব্যক্তি চিকিৎসক হিসেবে দাঁতের চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ সময় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার উক্ত প্রতিষ্ঠানের মালিক মো. সাইদুল ইসলামকে প্রতারণার আশ্রয় নিয়ে স্বীকৃত ডেন্টাল চিকিৎসক হিসেবে প্রতিনিধিত্ব করার চেষ্টা এবং নিবন্ধন ব্যতিত ডেন্টাল চিকিৎসক পরিচয়ে ক্লিনিক পরিচালনা করে সাধারণ মানুষকে হয়রানির অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮(১) এবং ২২(১) ধারা মোতাবেক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডসহ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ভিজিটিং কার্ড, সিল, প্রেসক্রিপশন ফরম ও বিভিন্ন ধরনের দাতের মডেল জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩