সিলেটে ভারতীয় পণ্যসহ ট্রাক আটক
১০ জানু ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে উপজেলা পরিষদের সামনের চেকপোস্টে বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, থ্রি-পিস বিস্কুটসহ বিভিন্ন প্রকারের মালামাল বুঝাই ট্রাক আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার ভারতীয় পণ্য সহ ট্রাক আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় পণ্য আটকের পর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার