সিলেটে ভয়ংকর রূপ ধারণ করছে যে রোগের প্রকোপ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৬ অক্টো ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ণ


সিলেটে ভয়ংকর রূপ ধারণ করছে যে রোগের প্রকোপ

স্টাফ রিপোর্টার:
সিলেটে গড়ে প্রতিদিন প্রায় ৪ জন করে রোগী সনাক্ত হচ্ছেন। কিন্তু বর্ষা শেষ হয়ে গেলেও ডেঙ্গুর প্রকোপ যেন আর শেষ হচ্ছেনা।গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগজুড়ে আরও দুইজনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।

এ নিয়ে অক্টোবরের ১৬ দিনে ডেঙ্গু সনাক্ত হয়েছে ৫৫ জনের, যার গড় প্রায় ৪।বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন মোট ১৫ জন।

তাদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসাপাতালে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ৫, লাখাই উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে ১, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে ১ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ জন।

এ বছর সিলেট বিভাগের সিলেট জেলায় ৪৬, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২২ ও হবিগঞ্জে ডেঙ্গু সনাক্ত হয়েছে ১৩৫ জনের।

 

এবার অবশ্য ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার