সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ৫
১০ ডিসে ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ

জৈন্তাপুর প্রতিনিধি :
সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি। সোমবার (৮ ডিসেম্বর) রাত ও মঙ্গলবার (৯ ডিসেম্বর) ধারাবাহিক এ অভিযানে ভারতীয় ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা, কম্বল এবং একটি অটোরিক্সাসহ ৫জনকে গ্রেফতার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে ১৯ বিজিবির একটি দল লক্ষীবাজার বিওপির বড়চালিয়া রহমত কমিউনিটি সংলগ্ন লক্ষীবাজার–জকিগঞ্জ সড়কে অভিযান চালায়। অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করার পাশাপাশি ১৮৫ পিস ইয়াবা এবং একটি অটোরিক্সা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিজিবির ও জৈন্তাপুর থানা পুলিশে যৌথভাবে লামনীগ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ভারতীয় ২৪টি শাড়ি ও ৬টি লেহেঙ্গ জব্দ করা হয়। যার বজারমূল্য ১ লাখ টাকা। এছাড়া সোমবারের আরেক অভিযানে মালিকবিহীন ভারতীয় তৈরি ১০টি কম্বল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।
সব মিলিয়ে তিনটি অভিযানে উদ্ধার হওয়া মালামালের মোট মূল্য ৪ লাখ ৩৬ হাজার ৫শত টাকা। এছাড়া জব্দকৃত অন্যান্য মাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযান বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। চোরাচালান, মাদক ও যেকোনো ধরনের অবৈধ পাচার রোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, কারণ একটি নিরাপদ সীমান্তই দেশের নিরাপত্তার প্রথম স্তম্ভ।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার