সিলেটে বই দিতে এসে দুর্ঘটনার কবলে ট্রাক

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ জানু ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ


সিলেটে বই দিতে এসে দুর্ঘটনার কবলে ট্রাক

স্টাফ রিপোর্টার:
সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন পাঠ্যবই নিয়ে আসা একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানটির গেটের সামনে ড্রেনের স্ল্যাব ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তবে অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের সামনের ড্রেনের স্ল্যাবগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। স্কুল কর্তৃপক্ষে উদাসীনতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

ট্রাকচালক নিজাম জানান, তিনি ঢাকা থেকে অষ্টম শ্রেণির চারটি বিষয়ের বই নিয়ে সিলেটে এসেছেন। ট্রাকে মোট ১৬ টন বই ছিল। স্কুলের গেটে প্রবেশের ঠিক আগমুহূর্তে গাড়ির পেছনের চাকা একটি স্ল্যাব ভেঙে নিচে পড়ে যায়। এতে কেউ হতাহত না হলেও ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

অভিভাবকরা জানান, স্কুলের সামনের ড্রেনেজের কয়েকটি স্ল্যাব বেশ কিছুদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে দ্রুত স্ল্যাবগুলো সংস্কারের জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার