Social Bar
স্টাফ রিপোর্টার:
সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেটে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরান মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রোববার পাঠানো এক বিবৃতিতে র্যাব জানায়, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিনগর এলাকার বাসিন্দা। ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর তার বিয়ে হয় সিলেটের শাহপরান (রঃ) থানার ধুলাই শাহী ঈদগাহ এলাকার আব্দুল হকের ছেলে সুহেল আহমদের (৪০) সঙ্গে। বিয়ের পর স্বামী নানা অজুহাতে ভিকটিমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একপর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভিকটিম তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে যান।
তবে এরপরও সুহেল বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা দাবি করতে থাকে। টাকা না পেয়ে সে স্বামী-স্ত্রী থাকা অবস্থায় গোপনে ধারণ করা ভিকটিমের নগ্ন ও ব্যক্তিগত ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল শুরু করে এবং দুই লাখ টাকা দাবি করে। ভিকটিম এতে রাজি না হলে, ওই ছবি ও ভিডিও সম্পাদনা করে তাতে কুরুচিপূর্ণ ও অশ্লীল লেখা যোগ করে ফেসবুক ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামি সুহেল আহমদকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩