স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ১০ লখ টাকার ভারতীয় ঔষধ ও ৪৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় গ্রেফতার হয়েছেন ৪ জন।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩১ জুলাই রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামে আভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় গ্রেফতার হন নাজিম আহমেদ (২৫)। একই রাতে অপর এক অভিযানে নিজপাট ইউনিয়নের চৈলাখেল গ্রামে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী কালে ১২ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। গ্রেফতার হন মনিরুজ্জামান সোহাগ (৩০)। গ্রেফতার দুজনকে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ৩১ জুলাই গোয়াইনঘাট থানা পুলিশ গোয়াইনঘাট ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ লখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের ঔষধ উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার হন রবিউল ইসলাম (রবিন (২৩) ও খলিল মিয়া (৪১)। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩