Social Bar
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ফেনসিডিল ও বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সিলেটের জৈন্তাপুর পরগনা এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে একজনের কাছ থেকে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের ১০৪ বোতল বিদেশি মদ এবং দ্বিতীয় অভিযান পরিচালনা করে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি সাদা পিকআপ তল্লাশি চালিয়ে অপর জনের কাছ থেকে ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি গোলাম রব্বানী (২৫)। তিনি জৈন্তাপুর থানার হিমু বেলুপাড়া এলাকার মৃত হোসন মিয়ার ছেলে। দ্বিতীয় অভিযানে দরবস্ত এলাকার মৃত আমান উল্লাহর ছেলে মনির আহমেদ (২৮)কে গ্রেফতার করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ও রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এই পৃথক অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সিলেটের শাহপরান (রহ.) থানার পরগনা এলাকার ময়না মিয়ার বাড়ির তিনতলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে গোলাম রব্বানী (২৫) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় অবৈধ ৭৬ বোতল ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের ১০৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
একই দিন রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার মাহুতহাঁটি এলাকায় অপর একটি অভিযানে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি সাদা পিকআপ তল্লাশী করে ভারতীয় অবৈধ ৩৪ বোতল বিদেশি মদসহ মনির আহমেদ (২৮) নামে এক যুবককে আটক করে। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেটে পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩