সিলেটে পুলিশের উর্ধ্বতন ৭ পদে রদবদল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ মার্চ ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ


সিলেটে পুলিশের উর্ধ্বতন ৭ পদে রদবদল

নিউজ ডেস্ক:
সিলেটের ৭ উর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত সোমবার (৩ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এসব কর্মকর্তাকে ডিএমপি, এসবি, সিআইডি, র‌্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এই ১২৪ কর্মকর্তার মধ্যে সিলেট থেকে বদলি করা হয়েছে ৭ জনকে।

এর মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী কমিশনার মো. আব্দুল হাই চৌধুরীকে চাঁদপুরের কচুয়ার সার্কেল এএসপি, এসএমপি’র সহকারী কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কামরুল ইসলামকে খাগড়াছড়ি সদরের সার্কেল এএসপি, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মো. মকবুল হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও সিলেটের গোয়াইনঘাট সার্কেল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহিদুর রহমানকে নেত্রকোনোর খালিয়াজুরি সার্কেলের এএসপি হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

অপরদিকে, এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুভাশীষ ধরকে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার, ডিএমপি’র সহকারী কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শরিফুল হককে সুনামগঞ্জের দিরাই সার্কেল এএসপি ও র‍‍্যাবের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাকিব হোসাইনকে সিলেটের জকিগঞ্জ সার্কেল এএসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 986 বার