সিলেটে পুলিশের অভিযান, আবারও আটক ১০ জুয়াড়ি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৩ এপ্রি ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ণ


সিলেটে পুলিশের অভিযান, আবারও আটক ১০ জুয়াড়ি

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এসএমপির এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. শফিকুল (৩৪), আলী হোসেন (২৭), খুরশেদ আলম (৫০), ফয়জুদ্দিন (৫৫), সাইফুল (৫৫), আব্দুর শহীদ (৪০), সেলিম আহমদ (৩৮), আব্দুল গফফার (৩২), সারোয়ার শেখ (৪৫), মাসুম আহমদ (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার