স্টাফ রিপোর্টার:
সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একটি ট্রাকের চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাতটার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চালকের নিহত সহকারীর নাম সবুজ আহমদ (২০)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। দুর্ঘটনার পর থেকে দুই ট্রাকের চালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া মালবাহী ট্রাক ও ফেঞ্চুগঞ্জের দিক থেকে সিলেটগামী বালুবোঝাই ট্রাক সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুটি ট্রাক দুমড়েমুচড়ে গিয়ে একপর্যায়ে সেখানে আগুনের সূত্রপাত হয়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালকের সহকারী সবুজ আহমদের মৃত্যু হয়।
খবর পেয়ে সিলেটের মোগলাবাজার থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলে নিহত তরুণের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩