সিলেটে ডিবি পুলিশের জালে নারীসহ ৫জন

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৭ জুন ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ণ


সিলেটে ডিবি পুলিশের জালে নারীসহ ৫জন

স্টাফ রিপোর্টার:
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট পাচঁ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফাহিম আহমেদ (২৩), রেজুয়ান আহমেদ রফি (২৪), মো. শাহীদুল ইসলাম (২৭), রিমু আক্তার (২০), রানী বেগম(৩২)।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন এফআইআর নং-১১৮, তাং-১৭/০৬/২০২৫খ্রি. ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার