সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৫ জুন ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ণ


সিলেটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টার:
সিলেটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. আনোয়ার হোসেন। বাড়ি বরিশালে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বিকাল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুর্ঘটনাস্থলেই নিহত হন।

তার নাম মো আনোয়ার হোসেন। বাড়ি বরিশাল। তিনি এসি আই কোম্পানীতে চাকরি করেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের তামাবিলের ওসি হাবিবুর রহমান।

তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানীতে পাঠানোসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার