স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ দুর্ঘটনায় নিহত বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলাম বটতলা এলাকার কলারতল-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার গহরপুর দেওয়ানবাজার এলাকার আমজাদ আলীর ছেলে আনহার মিয়া (৫০), চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশাচালক বাবুল মিয়া (৬৫) ও আরেক যাত্রী রেজাউল মিয়া (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে বালাগঞ্জে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথিমধ্যে সিলাম বটতলা এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক বাবুল ও যাত্রী আনহার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ৯টার দিকে মারা যান রেজাউল।
সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩