সিলেটে জব্দ ১কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২১ জানু ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ


সিলেটে জব্দ ১কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৯লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

তারা জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকোলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং সুপারিও জব্দ করা হয়েছে।

এদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সাহায্যে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে ট্রাকভর্তি বালুর নিচ থেকে বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।

জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যে সিজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।

৪৮ বিজিবি অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার