সিলেটে ছাত্রলীগ নেতা নয়ন ও হাবিব গ্রে ফ তা র
১১ ফেব্রু ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ


স্টাফ রিপোর্টার:
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্টে’ ছাত্রলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযান চালিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- মোগলাবাজার থানাধীন মৌজপুর গ্রামের নারায়ণ চন্দের ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন চন্দ ওরফে নয়ন আদিত্য (২৪) এবং সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ের রুস্তম আলীর ছেলে, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিব (২৫)।
এর আগে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও তিন নেতাকে গ্রেফতার করে।
এনিয়ে ‘অপারেশন ডেভিল হান্টে’ এসএমপি ৫ জনকে গ্রেফতার করলো। রবিবার রাত থেকে সিলেটে এ অভিযান শুরু হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার