সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৫ অক্টো ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ণ


সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিল থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহত ওই গৃহবধূ শারমিন চৌধুরী (২৫)। তিনি কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার শাহ আলমের ছেলে মো. রাদিদ (২৮)-এর স্ত্রী ও সিলেটের গোয়াইনঘাট থানার আঙ্গারজুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।

জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) বেলা ২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিলে এক গৃহবধূ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামাবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘আমরা এরকম একটি খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার