Social Bar
বালাগঞ্জ প্রতিনিধি:
কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২দিন পর বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের পূর্ব মুসলিমাবাদ গ্রামের মির্জা আব্দুল আহাদের লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার (০৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুশিয়ারা নদীর স্থানীয় সুরিখালডর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। ১ ছেলে ও ১মেয়ে সন্তানের জনক মির্জা আব্দুল আহাদের বয়স আনুমানিক ৪৫বছর।
বালাগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ১১টায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে মির্জা আব্দুল আহাদ নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরীদলসহ স্থানীয় এলাকাবাসী অনেক চেষ্টার পরও তার কোন সন্ধান পাননি।
স্থানীয় পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান জানান, নিখোঁজের ঘটনাস্থল থেকে আনুমানিক ১কিলোমিটার দূরত্বে কুশিয়ারা নদীর সুরিখালডর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
বালাগঞ্জ থানার এসআই কবির হোসেন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় : উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩